বরগুনায় গত ২৪ ঘণ্টায় কাউন্সিলর ও স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৫৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০ জন, জেলায় মোট সুস্থ হয়েছে ৩৩০ জন।
সোমবার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান ছালামতউল্লা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জেলার মধ্যে সদর উপজেলায় সংক্রমণ সবচেয়ে বেশি। এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩০৮ জন।
বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত আটজনের মধ্যে বরগুনা সদর উপজেলায় পাঁচজন, আমতলী, তালতলী ও বামনায় একজন করে রয়েছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।