পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ শর্মার হাতের কব্জি কেটে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।
বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস পুত্র কামরুল আহমেদ রছি সহ ১৮ জন এজাহারনামীয় এবং ১৫/২০ জন অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় এজাহারনামীয় রাব্বি (২২) ও মৃদুল (২১) নামের দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।