পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠির উপজেলা নির্মল চন্দ্র মিস্ত্রী (৭০) নামের এক সবজি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করেছে নেছারাবাদ স্বরূপকাঠি থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার মাদ্রা মন্দির সংলগ্ন ব্রিজ এলাকা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে শুক্রবার (২০ আগষ্ট) পুলিশ লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। নির্মল নৌকায় করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সবজি বিক্রি করতো। সে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের মৃত ক্ষিরোদ মিস্ত্রীর ছেলে ।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাগেছে, ওই দিন বিকেলে স্থানীয়রা ঐস্থানে ভাসমান লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্য মোঃ কামরুজ্জামান তালুকদার জানান সে মৃগীরোগী ছিল। অপমৃত্যু মামলা দায়ের শেষে শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।