বৈরী আবহাওয়ায় ও অমাবস্যা পূর্ণিমা জোয়ারে বরগুনা জেলার বিভিন্ন স্থান পানিতে প্লাবিত হয়। ইতিমধ্যে দেখা যায় বরগুনা জেলার প্রাণকেন্দ্র বরগুনা শহর জোয়ারের পানিতে প্লাবিত হাওয়ায়।
জনসাধারণের দুর্ভোগের শেষ নেই এমনকি শহরের বিভিন্ন জায়গায় দোকান পাটে জোয়ারেের পানি ঢুকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারেে ব্যবসায়ী ফোরকান মিয়া বিডিনিউজ কে বলেন প্রতিবছর এই সময় শহরের জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে আমাদের অনেক ক্ষতি হয়। দোকানপাটে থাকেনা ক্রেতারা লক্ষ লক্ষ টাকা লোকসানে মুখ দেখতে হয় ব্যবসায়ী দের। তাই এ ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে আজও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ব্যবসায়ী মহল থেকে আমাদের সরকারের কাছে দাবি এই জোয়ারের পানি থেকে আমরা পরিত্রান চাই।