বরগুনার নদীতে সাগরে ইলিশ ধরা না পড়ায় হাহাকার চলছে উপকূলের জেলে পল্লীগুলোতে। বঙ্গোপসাগর বিষখালী ও বলেশ্বর নদীর ইলিশ কে ঘিরেই বরগুনার পাথরঘাটার জেলেদের জীবন জীবিকার চাকা ঘুরে। ইলিশের ভরা মৌসুম থাকলেও দেখা নেই রূপালী ইলিশের।
অপরদিকে বৈরী আবহাওয়ায় জেলেরা সাগরে ঠিকমত ইলিশ মাছ ধরতে যেতে পারছেন না সাগর নদীতে জাল ফেলে দুই-একটা ইলিশের দেখা পেল ও তা হয়তো পরিবারের আহারে চলে যায়। ইলিশ ধরা না পড়ায় জেলেদের অভাব-অনটনের মধ্য দিয়েই চলছে জীবন জীবিকা। অন্য কোনো আয়ের এর উৎস না থাকায় বেকার হয়ে পড়েছেন জেলেরা। বর্তমানে জেলেরা পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছেন।
বরগুনার পাথরঘাটা দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র এখানে দেখা যায় ঘাটে নোংগর ফেলে আছে শতাধিক ট্রলার বাজারে নেই ইলিশের দেখা।
এ ব্যাপারে জেলেদের সভাপতি বলেন সাগর নদী তে কোন মাছ নেই আমরা যে টাকা ব্যয় করে সাগরে মাছ ধরতে চাই সে টাকার মাছ আমরা পাইনা আমাদের এখন লোকসানের মুখ দেখতে হয়। সাগর নদীতে ইলিশ মাছ না থাকায় আমাদের কষ্টের শেষ নেই তাই আমরা সরকারের কাছে আরো সুদৃষ্টি কামনা করছি।