বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

রিফাত হত্যা : প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু

রিফাত হত্যা : প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে আদালতে যুক্তিতর্ক শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত বরগুনা জেলা ও দায়রা জজ মোঃ আসাদুজ্জামান এর আদালতে যুক্তিতর্ক করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় দীর্ঘ ৫ মাস পর আদালত পুনরায় চালু হয়েছে।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে ২য় দিনের মতো আদালতে যুক্তিতর্ক শুরু হবে। আমরা আশাকরি আসামীদের সর্বোচ্চ শাস্তি হবে। তিনি আরো বলেন, এ সময় জেলে থাকা ৮ আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়াও জামিনে থাকা রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিও আদালতে উপস্থিত ছিলেন। একজন আসামী মো. মুসা এখনও পলাতক রয়েছে।

অপরদিকে রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামীর বিরুদ্ধে সর্বশেষ সাক্ষী ইন্সপেক্টর হুমায়ূন কবির ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন শিশু আদালতে।

গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। অন্যদিকে গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার শিশু আদালত।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, আয়েশা সিদ্দিকা মিন্নি, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর এবং কামরুল ইসলাম সাইমুন।

রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিরা হলেন, রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো: নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবন (১৬)।

২০১৯ সালের ২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে বন্ড বাহিনীরা রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত রিফাতকে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech