রাঙামাটিতে নিখোঁজ হওয়ার ১২ দিন পর ১১ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পরে কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অপহরণকারী সেলিম (৩৫) নামে একজনকে অভিযান চালিয়ে আটক করা হয়। জেলার কাউখালী উপজেলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২৩ আগস্ট বিকালে উপজেলার কলমপতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাইগ্যামাছড়া গ্রামের সৈয়দ হাফিজুর রহমান এর ৪র্থ শ্রেণীতে পড়া ১১ বছরের কিশোরী নিজ বাড়ি থেকেই নিখোঁজ হয়। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে গত ২ সেপ্টেম্বর কাউখালী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরী করে পরিবার। গতকাল শুক্রবার সকাল ৮টায় অপহারণকারী সেলিমের নম্বর থেকে কৌশলে বাবা নাম্বারে ফোন করে ভোক্তভোগী মেয়ে। পরে পুলিশের সহযোগিতায় শুক্রবার দুপুরে বেতবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বটতলী পাড়া এলাকার একটি বাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরীর পিতা সৈয়দ হাফিজুর রহমান জানান, ১২ দিন তাঁর মেয়েকে একটি ঘরে বেঁধে রাখা হয়েছিলো বলে জানিয়েছেন তার কিশোরী মেয়ে। তাকে বিক্রির জন্য বাচ্চু নামের অজ্ঞাত ব্যক্তির সাথে কথাও নাকি অনেকটা পাঁকা করেছিলো অপহারণকারী।
অপহারণকারী সেলিম বেতবুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বটতলী পাড়া এলাকার কাতার প্রবাসী বিল্লাল হোসেনের ভাড়াটিয়া এবং মৃত আবুল কালামের ছেলে। সেলিম কিশোরীর বাড়ীর পাশে মো: লতিফ এর বাগানের দারোয়ান হিসেবে দীর্ঘদিন কাজ করেছে বলে জানিয়েছেন কিশোরীর পিতা।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ পিপিএম জানান, কিশোরী তার পিতারে ফোন করলে তার সূত্র ধরে পুলিশ শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করে, রাতে অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক করা হয়। এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।