পিরোজপুরে নেছারাবাদ স্বরূপকাঠির উপজেলায় চাঁদকাঠিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফিরোজ শেখ নামে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের মৃত্যু হয়েছে । সোমবার ১৪ সেপ্টেম্বর সকালে গুয়ারেখো ইউনিয়নের চাদকাঠী গ্রামের ৪ নং ওয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
ফিরোজ শেখ মোঃ আলমগীর শেখের মেজ ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফিরোজ শেখ,বন্ধু জাহিদ খা এবং ছোট ভাই মোঃ হাসিব শেখ সোমবার সকালে মাছ ধরতে যান। ঘর থেকে বিদ্যুতের লাইন নিয়ে মোটর চালু করে পুকুরে পানি সেচের কাজ করছিলেন তারা।
এসময় শর্ট সার্কিট হয়ে মোটর স্পর্শ করা মাত্রই পুকুরে পড়ে যান ফিরোজ। তাৎক্ষণিক তাকে নেছারাবাদ থানা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয় হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ফিরোজ শেখ ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের (ডিপ্লোমা) ১ম বর্ষের ছাত্র ছিলেন।