পিরোজপুরের কাউখালীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৭০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদের পুত্র।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর উত্তরায় অবস্থিত হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে তাজুল ইসলাম মনির ।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান গত ২৬ আগস্ট করোনা পজিটিভ হন। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
মোস্তাফিজুর রহমান পিরোজপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন। তার পিতা আব্দুল মাজেদও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সম্মুখযুদ্ধে শহীদ হন।