নলছিটিতে পেঁয়াজের দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে ২০হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন’র ভ্রাম্যমাণ আদালত মেসার্স জলিল স্টোরকে ২০ হাজার টাকা অর্থ দন্ড করেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে শহরের বিভিন্ন দোকানিরা দোকানের সাটার বন্ধ করে দেয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন জানায়, সরকার নির্ধারিত পেঁয়াজের পাইকারি মূল্যের চেয়ে অধিক খুচরা মূল্য রাখা, মূল্য তালিকা ভিতরে রাখা ও মূল্য তালিকার গরমিল থাকার অপরাধে মোহম্মদ সুমন হাওলাদারকে এ জরিমানা করা হয়েছে।
বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।