পিরোজপুরের মঠবাড়িয়ায় মাহাবুব পঞ্চায়েত (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার তুষখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে মাহাবুবকে আটক করা হয়। আটককৃত মাহাবুব উপজেলার সদর ইউনিয়নের উত্তর মঠবাড়িয়া গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় এসআই মাইনুল ইসলাম, এএসআই আজাদ, এএসআই শফিকুলসহ একদল পুলিশ তুষখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাহাবুবকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকায় বস্তায় ১০০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাজা উদ্ধার করা হয়ে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ জ মো. মাসুদুজ্জামান জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাহাবুবকে ফেনসিডিল ও গাজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।