পিরোজপুরের কাউখালীতে ২০১৯-২০২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় ৫০জন বেকার ও দুস্থ মহিলাদের ২ মাস ব্যাপী হাতের সেলাই প্রশিক্ষণ শুরু।
কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভকক্ষে প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মৃদুল আহম্মেদ সুমন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ যুবলাজ কবীর। প্রশিক্ষক ছিলেন মোসা. রাহেলা জুই।