পিরোজপুরের নেছারাবাদ স্বরূপকাঠির সন্ধ্যা নদী থেকে ভাসমান নৌকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। রবিবার উপজেলার বিনায়েকপুর এলাকার সন্ধ্যা নদীতে ভাসমান নৌকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওই নদীতে জেলেরা ভাসমান নৌকার মধ্যে একজন লোককে ঘুমানোর মত দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে নৌকাটি তীরে নিয়ে পুলিশে খবর দেয়।
নেছারাবাদ থানার ওসি মোহাম্মদ আবির মোহাম্মদ হোসেন জানান, সাদা কালো ও লাল ষ্টেপ গেঞ্জি এবং লুঙ্গি পড়া ওই ব্যাক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে থানা অপমৃত্যু মামলা দায়ের শেষে ময়না তদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।