পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপ-গ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীরা বুধবার সকালে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৩ শতাধিক কর্মচারী এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
সমাবেশে কর্মচারী পরিষদের সভাপতি মজিবুর রহমান মৃধা, সহ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক বদরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন রুবেল, অর্থ সম্পাদক সৈয়দ খোকন, সদস্য মোঃ আলম, আবু মুছা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কর্মচারীদের সাথে কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ কোন ভাবেই মেনে নেয়ার সুযোগ নেই।
যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত কর্মচারীরা কেউ ঘরে ফিরবেন না বরং আগামী ১ নভেম্বর পর্যন্ত তাদের এ লাগাতার কর্মসূচী চলবে। কর্মচারী পরিষদের নেতারা ১০ দফা দাবী না মানলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।