পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ ধরার অপরাধে সুশান্ত মালো (২৪) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সুশান্ত মালো উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের রবিন্দ্রনাথ মালোর ছেলে। তারা স্থানীয়ভাবে সোনাপুর গ্রামে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে ওই যুবক ইলিশ মাছ ধরার সরকারি নিষেধাঞ্জা উপেক্ষা করে উপজেলার মধ্য থেকে বয়ে যাওয়া সন্ধ্যা নদীতে মা ইলিশ ধরছিলেন। এ সময় ওই নদীতে টহলরত ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা জানান, ওই যুবক পেশায় একজন জেলে। ওই দিন সকালে সে স্থানীয় সন্ধ্যা নদীতে মা ইলিশ ধরছিলো। এ অপরাধে ভ্রাম্যমাণ অঅদালত তাকে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়।