মঠবাড়িয়ার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক খানকে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মঠবাড়িয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ব্যানারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আযাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিক ফরাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রনেতা কামাল খান, এহসানুল হক মন্টু প্রমুখ।
এসময় স্বেচ্ছাসেবকলীগের নব নির্বাচিত কেন্দ্রীয় নেতা ওবায়দুল হক খান নেতাকর্মীদের উদ্দেশ্যে মুঠোফোনে সংক্ষিপ্ত বক্তব্য দেন।