সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবর সকালে (সাড়ে ১১ টায়) নলছিটি উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এ কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, উপজেলার গৌরিপাশা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মিজানুর রহমান(৩০) এবং একই গ্রামের নুর হোসেনের ছেলে এনায়েত হোসেন(৩৫)। মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার( ভারপ্রাপ্ত)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মৎস্য বিভাগ সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করে।
এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নলছিটির সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ওই দুই জেলেকে হাতেনাতে আটক করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।