পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে পানি বিদ্যুতের সংকট, সড়কের বেহাল দশা, হাসপাতালে চিকি’সা ব্যবস্থার দূরাবস্থা, দূবৃত্ত কর্তৃক জমি দখল, শিক্ষা ব্যবস্থার সংকট, ঘুষ দূর্ণীতিকে বিপর্যস্ত নাগরিকদের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন নাগরিক উদ্যোগ কলাপাড়া।
বুধবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চেীধুরী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক উদ্যোগের আহবায়ক নাসির তালুকদার।
কলাপাড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি করে সভায় বক্তব্য রাখেন প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষক আতাজুল ইসলাম, আবুল হোসেন, দিবাকর সরকার, মতিউর রহমান মতিন, কবির হোসেন প্রমুখ।
কলাপাড়া পৌর শহরের অধিকাংশ রাস্তার বেহাল দশা এবং বিদ্যুত গেলেই পানি চলে যায় এ সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি ছাড়াও হাসপাতালে দরিদ্রদের বিনা ভিজিটে চিকিৎসা,টেষ্ট বানিজ্য বন্ধ ও কলাপাড়ায় পল্লী বিদ্যুতের অতিরিক্ত ভৌতিক বিল থেকে মুক্তির দাবি জানান।
তাদের এ দাবি পূরণ না হলে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো পৌরবাসীকে সাথে নিয়ে ঘেরাও করার আলটিমেটাম দেন নাগরিক উদ্যোগের সদস্যরা।