সেশন জট মুক্ত পটুয়াখালী পলিটেকনিক ইনিস্টিটিউটের শিক্ষাকার্যক্রম চলমান করার দাবিতে অত্র ইনিস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকালে শিক্ষার্থী সাইফুল ইসলাম সায়েমের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে উক্ত মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থীসহ কলেজ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, পটুয়াখালী পলিটেকনিক ইনিস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে সেশন জটে ভুগছে। করোনাকালীন সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পটুয়াখালী পলিটেকনিক ইনিস্টিটিউটে (২য়, ৪র্থ, ৬ষ্ঠ এবং ৮ম) পর্ব সমাপনী পরিক্ষা নেয়া সম্ভব হয়নি।
ফলে বর্তমানে সেশন জটে আটকা পরে সাধারণ শিক্ষার্থীরা উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে কোন সুনির্দিষ্ট বিকল্প সমাধান না পেয়ে তাদের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে পরেছে।
সাইফুল ইসলাম সায়েম বলেন, কোন ভাবেই আমরা সেশন লস চাই না, এটাই আমাদের দাবি। প্রয়োজনে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে থিওরীতে অটোপাস দিয়ে প্রাকটিকাল পরীক্ষা নেয়ার জন্য দ্রুত দাবি জানাচ্ছি।
পটুয়াখালী পলিটেকনিক ইনিস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী হাসান মোঃ কামরুজ্জামান শিক্ষার্থীদের সেশন জট মুক্ত শিক্ষাকার্যক্রম চলমান রাখার প্রতি সমর্থন জানিয়েছেন।