পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপ-গ্রেডেশন, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১০দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ৩য় ও ৪র্থ শ্রেণী কর্মচারী পরিষদ। গত ২১ নভেম্বর এ আন্দোলন শুরু হয়।
রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের জয়বাংলা চত্বরে কর্মচারীরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ-সমাবেশ কর্মসূচী পালন করেন। বিশ^^বিদ্যালয়ের বাবুগঞ্জ ক্যাম্পাসের কর্মচারীরাও এতে অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচী চলবে। ১০দফা দাবী না মানলে পরবর্তীতে লাগাতার কর্মসূচী দেয়া হবে বলে ঘোষণা করে কর্মচারী পরিষদ। এদিকে আন্দোলনের মুখে কর্তৃপক্ষ সোমবার পরিষদের নেতৃবৃন্দের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন ।