পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের প্রবারনা উৎসব পালিত হয়েছে। শনিবার রাতে উপজেলার অন্ততঃ ২০টি রাখাইন অধ্যুষিত পাড়া গুলোতে এ উৎসব পালিত হয়। এ উৎসবের বিশেষ আকর্ষন ছিল বিভিন্ন রংয়ের ফানুস উড়ানো। এতে সকল সম্প্রদায়ের মানুষ উপভোগ করে অনুষ্ঠানটি।
এ ছাড়া উৎসবের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল পঞ্চশীল পূজা,অষ্টশীল পূজা, চীবরদান, প্রদীপ পূজা, পিন্ডদান, ধর্মসভা ও আলোচনা।
বিভিন্ন প্রকারের ফানুসের মধ্যে ছিল লেস ফানুস, প্যারাসুট ফানুস, মালা ফানুস। এ বছর উপজেলার ২৩ টি রাখাইন পাড়ার মধ্যে ২০টি সরকারী অনুদানকৃত পাড়ায় এ উৎসব পালিত হয়। বাকী তিনটি পাড়াতেও আগামী বছর থেকে উৎসব মূখর পরিবেশে এ অনুষ্ঠান পালনের জন্য আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা পাড়া ধর্মবিজয় বৌদ্ধ বিহারের সভাপতি মংচো তালুকদার জানান, এ বছর করোনা ভাইরাসের প্রকোপের কারনে স্বাস্থ্যবিধি মেনে প্রবারনা এ উৎসব পালন করা হয়। বিশ্ব থেকে এ ভাইরাস দূরীভ‚ত হওয়ার জন্য বিশেষ প্রার্থনা করা হয় বলেও তিনি উল্লেখ করেন।