বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পিরোজপুরে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় ৪৮ জনকে জরিমানা

পিরোজপুরে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় ৪৮ জনকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় পিরোজপুরে ৪৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রিট মো. ফকরুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ মোকাবিলায় মাস্ক ব্যবহার ও নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করণে দুপুরে জেলা শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক ছাড়া ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখার দায়ে ৪৮ জনের নামে ৪৫টি মামলা দায়ের করা হয়। এ সময় তাদের মোট চার হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রিট মো. ফকরুল ইসলাম জানান, দ্বিতীয় ধাপে করোনার প্রভাব ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই জন সচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech