মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুর রবিবার বিকালে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে স্টেজ ফর ইয়ুথ এর আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে স্টেজ ফর ইয়ুথ সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম।
এসময় সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, প্রভাষক উত্তম কুমার রায়, উজ্জল কুমার হালদার, সানা উল্লাহ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন জারাফা আলম ছোয়া। বিতর্ক প্রতিযোগিতায় ৭ টি স্কুল অংশ নেয়।