পিরোজপুরের মঠবাড়িয়ায় গাঁজা সেবনকালে আলামিন (২৮) নামের মাদকাসক্ত এক যুবককে বুধবার রাতে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। আটককৃত আলামিন পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শাহজাহান খানের ছেলে। মঠবাড়িয়া থানার এস আই গোলাম মাওলা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর কলেজ রোড থেকে তাকে আটক করে।
এসময় তার শরীর তল্লাশী চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামদি উদ্ধর করা হয়।
এব্যাপারে এসআই গোলাম মাওলা জানান, মাদক নিয়ন্ত্রন আইনে আলামিনের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপার্দ করা হয়েছে। তিনি আরও জানান , এ অভিযান অব্যহত থাকবে।