পটুয়াখালীর কলাপাড়ায় মালবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ছয় যাত্রী গুরুতর জখম হয়েছে। আহতরা হলো মো. ফুর্তি (৬০), রবি (৪০), রাব্বি (২০), সগির (২২), আসমা (১৬), ও সীমা (২৬)।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহা সড়কের সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় রবি, রাব্বি ও সগিরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় ট্রাক চালক আলামিন (২০) কে আটক করেছে।
কলাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে বরিশালে রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আসলাম জানান, মৎস্যবন্দর মহিপুরগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনার শিকার হয় যাত্রীরা।
এতে অটোরিকশাটির ব্যাপক ক্ষতি হয়। তবে এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।