পিরোজপুরের কাউখালীতে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় শনিবার উপজেলা শাপলা চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা স্বত:স্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিছ আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুস শহীদ,
সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু। এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।