জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে কাউখালী উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ৫০০টি গাছের চারা বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. খালেদা খাতুন রেখা,
উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সমাজ সেবক আঃ লতিফ খসরু প্রমুখ।