পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ স্কাউটস এর উপজেলা শাখার ৬ষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলন প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু’র সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় উপ-পরিচালক তুষার কান্তি চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূঁইয়া, প্রথামিক শিক্ষা কর্মকর্তা ইউনুচ আলী, শিক্ষক আলমগীর হোসেন খান, মো. রুহুল আমীন, আঃ লতীফ শিকদার, সুকদের ঢালী, আঃ রাশেদ হাওলাদার প্রমূখ।
এ কাউন্সিলে উপজেলার ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২০৮ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট লিডার অংশ গ্রহণ করেন।