বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

গলাচিপায় এক দিনের প্রশিক্ষন কর্মশালা যুব উন্নয়নের

গলাচিপায় এক দিনের প্রশিক্ষন কর্মশালা যুব উন্নয়নের

পটুয়াখালীর গলাচিপায় ‘মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান’ – এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক এক দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর,

পটুয়াখালী নুরে আলম আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মস্তফা, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়,

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী আজগর প্রমুখ। এ সময় ২০২০-২০২১ অর্থ বছরে গলাচিপা উপজেলার কর্মে প্রত্যাশী যুব ও যুব মহিলাদের সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জন সচেতনতামূলক এক দিনের প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক কর্মকান্ডের উপর ব্যাপক গুরুত্ব দিচ্ছেন।

দেশকে এগিয়ে নিতে হলে যুবদের এগিয়ে আসতে হবে সর্বাগ্রে। যুবরাই পারে দেশের সামাজিক, অর্থনৈতিক চাকাকে বেগবান করতে। তাই যুবদের স্বেচ্ছাসেবক মূলক কাজে উৎসাহিত হতে হবে। দেশে আরো এগিয়ে যাবে বিশ^ মঞ্চে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech