কুয়াকাটা প্রতিনিধি : কুয়াকাটা পৌরসভা নির্বাচনে অনেক প্রার্থীর বিরুদ্ধে আচরন বিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনী আচরনবিধিতে কোন স্হাপনা, বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরের দেয়াল, বেড়া এবং বিদ্যুতের খুটি, চলমান পরিবহন, গাছ, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে পোস্টার সাঁটানোর নিয়ম না থাকলেও বেশীভাগ ক্ষেত্রেই নির্বাচনী আচরনবিধি মানছেন প্রার্থীরা। কুয়াকাটা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবদুল বারেক মোল্লা সমর্থিত ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেয়রের বেয়াই তানভীর জাহান মন্টু, আবদুর রহিম হাওলাদার, ২নং ওয়ার্ডের মোঃ তৈয়ুবুর রহমান, ৪নং ওয়ার্ডে জহিরুল ইসলাম খান, ৫নং ওয়ার্ডে মোশারেফ আকন, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তোফায়েল আহমেদ সহ অনেকেই বিভিন্ন স্হাপনায় পোস্টার আঠা দিয়ে লাগিয়েছেন।
এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশীদ জানান কোন স্হাপনায় পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন সাঁটানো নির্বাচনী আচরন বিধির সুস্পষ্ট লংঘন। যদি কেউ অভিযোগ করে তাহলে নির্বাচনী বিধি অনুয়ায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেয়া হবে।