পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে রোববার পিরোজপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন প্রত্র দাখিল করেছেন তিন জন। এরা হলেন- পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক (নৌকা), জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শেখ সহিদুল্লাহ (ধানের শীষ) এবং সাইদুল ইসলাম কিসমত (স্বতন্ত্র)।
এছাড়া ৯টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। আচরনবিধি মেনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২২ ডিসেম্বর যাচাই বাছাই ও ২৯ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ ১৬ জানুয়ারি।