যৌন হয়রানি-নিপীড়ন, রুখতে গড়ি আন্দোলন’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে গতকাল সোমবার যৌন হয়রানি, নিপীড়ন ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পাবলিক ইউনিভার্সিটি ষ্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাউফলের (বাকলা) উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। এতে সভাপতিত্ব করেন বাকলার আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, বাউফল সরকারি কলেজের শিক্ষক সঞ্জীব কুমার মিত্র,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলার শিক্ষা পরিদর্শক মো. নুরুনবী, বাউফল উপজেলা ছাত্র কল্যান সমিতির সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাজীব হোসাইন প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থী শাহরিয়ার জোহান ।