পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ। সহকারী অধ্যাপক জাকারীয়া আরেফিনের প্রানচাঞ্চল্য উপস্থাপনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মাদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, রিজেন্ট রোর্ড সদস্য প্রফেসর ড. মুহাম্মদ মনিরুজ্জামান, প্রফেসর ড. দিবেন্দু বিশ্বাস, প্রফেসর ড. মোঃ রুবেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মোঃ শাহীন হোসেন ও সুজন কান্তি মালী, সহকারী অধ্যাপক মোঃ মাহাবুবুর রহমান, জান্নাতুল বারী, মরিয়ম আক্তার মৌসুমি, আব্দুল্লাহ আল হাসান ও মোঃ রবিউল ইসলাম রুবেল, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ ইমাদুল হক প্রিন্সসহ সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগণ ।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা মানুষ গড়ার কারিগর এবং জাতির বিবেক। আপনারা আপনাদের যোগ্যতা ও সুনাম দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আগামীতে সার্বিক সহযোগিতা করবেন এ প্রত্যাশা করি। সদ্য পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগণও পেশাগত দায়িত্ব পালনে সিনিয়র শিক্ষকগণের সহযোগিতা প্রত্যশা করেন। রাত ৭.০০ টায় উপাচার্যের সাথে গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয়।