পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি উপজেলা ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দরবাজারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির হোসেনের নেতৃত্বে
মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ কর্মসূচির পালন করেন এসআই উত্তম কুমার, কনস্টেবল শহিদুল ইসলাম ও সাংবাদিক তরিকুল ইসলাম, সুমন খানসহ ,আশীষ কুমার মন্ডল।
এ সময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বিষয়ে এসআই উত্তম কুমার বলেন, আমরা সব সরকারি দফতর ও বিপণিবিতানগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি; যাতে কেউ মাস্ক না পরে বিপণিবিতানগুলোতে না আসেন।
এ সময় নেছারাবাদ স্বরূপকাঠি থানা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তারা জিরোপয়েন্ট এলাকায় বিপণিবিতানগুলোতে গিয়ে দোকানপাট তো বাজারে আনাচে-কানাচে, গ্রামবাসীকে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং কয়েকজনকে মাস্ক পরিয়ে দেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনগণকে সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান, নেছারাবাদ স্বরূপকাঠির থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবির হোসেন ।