কলাপাড়ায় জমাজমির বিরোধে মারধরের মামলায় ৬ জনকে দু’ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
মামলা সুত্রে জানা গেছে, ২০১২ সালের ৮ ডিসেম্বর শনিবার কলাপাড়ার ধুলাস্বর ইউনিয়নের পচিশ্চ চরচাপলী গ্রামের ওয়াজেদ আলী হাওলাদার এর পুত্র শাহআলম হাওলাদার তার নিজস্ব জমিতে রবি শষ্যের জন্য চাষাবাদ করতে থাকলে প্রতিবেশী আঃ মান্নান পাটোয়ারীর পুত্র মোঃ তামিম পাটোয়ারী তার দলবলসহ বাদী শাহআলম হাওলাদারকে করে।
এ ব্যাপারে শাহআলম হাওলাদার বাদী হয়ে কুয়াকাটা নৌ- পলিশ ফাড়ী কলাপাড়া ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ হাচশাইন পারভেজ তদন্ত শেষে ৮ ফেব্রুয়ারী ২০১৩ সালে ৬ জনের বিরুদ্ধে মামলাটি প্রমানিত হওয়ার অভিযোগ পত্র দাখিল করেন ।
বিচারক মামলায় সাক্ষী প্রমাণ গ্রহনে ঘটনা সত্যতা পেয়ে আজ ১২ জানুয়ারী মঙ্গলবার তামিম পাটোয়ারী (২৮), এনায়েত পাটোয়ারী (৩০), শাকিল পাটোয়ারী (৩১), ইয়াছিন পাটোয়ারী (২২), তাওহীদ পাটোয়ারী (১৮), মোঃ হেদায়েত পাটোয়ারী (১৮)কে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩২৩ ধারায় ১ বছর, ৪২৭ ধারায় এক বছর করে দুই বছর করে সশ্রম কারাদন্ড আদেশ প্রদান করেছেন। তবে আদালত রায় উল্লেখ করেছেন, উভয় সাজা একত্রে চলবে।
বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন, এপিপি এডভোকেট মোঃ নাসির উদ্দিন মাহমুদ আসামী পক্ষে খোন্দকার নাসির উদ্দীন।