বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কলাপাড়া পৌর নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে

কলাপাড়া পৌর নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে

পায়রা বন্দর নগরীর কলাপাড়া পৌর সভার সাধারণ নির্বচনে অংশগ্রহনে মনোনয়ন পত্র দাখিলের মাধ্যমে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। তৃতীয় ধাপে ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন গ্রহন অনুষ্ঠিত হবে।

আগামী ১৭ জানুয়ারী প্রার্থীদের মনোনয় পত্র দাখিলের শেষ সময় নির্ধারণ হলেও বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ০৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।

বিকাল পর্যন্ত কলাপাড়া পৌর শহরের প্রাণ কেন্দ্র দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য মো. হুমায়ূন কবির, চার নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্ধিতার জন্য এ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ, সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্ধিতার জন্য শুভ্রা চক্রবর্তী, মোসাঃ মনোয়ারা বেগম প্রমূখ মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন পত্র দাখিলের মাধ্যমে কলাপাড়া পৌর শহরের অলিতে গলিতে এবং চায়ের আড্ডায় জমে উঠেছে যোগ্য প্রার্থীদের নিয়ে আলোচনা পর্যালোচনা।

তবে পৌর মেয়র পদে এখন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থীর কেউই মনোনয়ন পত্র দাখিল করেননি। তবে আওয়ামী লীগ দলীয় সূত্রে জানাগেছে, বিপুল চন্দ্র হাওলাদার দলীয় প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রাপ্ত হয়ে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবেন এবং বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবে পৌর মেয়র আলহাজ্ব হুমায়ুন শিকদার। তবে এখন পর্যন্ত মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেননি বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ নিশ্চিত করেছেন।

এবছর কলাপাড়া পৌরশহরের ০৯টি ওয়ার্ডের ১২ হাজার ৮৯১ জন ভোটার আগামী ১৪ ফেব্রুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech