বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কিসমত গ্রামে কিশোরী ক্লাবের উদ্যোগে আজ বিকেলে (১৭ জানুয়ারি) বাল্য বিয়ে প্রতিরোধে বিশেষ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বেসরকারী সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার -কোডেকের আয়োজনে সংস্থার শাখা ব্যবস্থাপক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক প্রশিক্ষক নাসিমা আক্তার, বিশেষ অতিথি প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক স্বপন কুমার ঢালী। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাল্য বিয়ে প্রতিরোধে নাটক, কবিতা আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধক সংগীতে বিজয়ী কিশোরীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন কোডেক এর প্রোগ্রাম কর্মকর্তা মাইনুল হোসেন।