যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও প্রবীণ টক শো উপস্থাপক ল্যারি কিং আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
শনিবার (২৩ জানুয়ারি) খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। কিংবদন্তি এই টক শো উপস্থাপকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ছেলে চান্স।
সিএনএন জানিয়েছে, জানুয়ারির শুরুতে লস অ্যাঞ্জেলেসের সিডারস সিনাই মেডিকেল সেন্টারে টকশোর বিখ্যাত এই তারকা ভর্তি হন। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।
ল্যারিং কিং দীর্ঘদিন ধরে টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার এবং এনজাইনাসহ নানা রোগে ভুগছেন। তার বেশ কয়েকবার হার্ট অ্যাটাক হয়েছিল।
কর্মজীবনে দুটি পিবডি ও একটি অ্যামি পুরস্কারসহ বহু প্রশংসা অর্জন করেছেন কিং।
১৯৭০ এর দশকে বাণিজ্যিক নেটওয়ার্ক মিচুয়াল ব্রডকাস্টিং সিস্টেমে তার রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ এর মাধ্যমে কিং খ্যাতিমান হয়ে ওঠেন।
সিএনএন-র ‘ল্যারি কিং লাইভ’অনুষ্ঠানটি তিনি ২৫ বছর উপস্থাপনা করেন। কিং ২০১০ সালে অবসর গ্রহণ করেন। তবে নিজের ওয়েবসাইটে সঞ্চালনার কাজ চালিয়ে যান। এরপর ২০১২ সালে তিনি ওরা টিভিতে ‘ল্যারি কিং নাও’ হোস্টিং শুরু করেন।
২০১৩ সালে তিনি ওরা টিভিতে ‘পলিটিকিং উইথ ল্যারি কিং’ নামে একটি অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন।