মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ গ্রেফতারকৃত সকলকে মুক্তি দিতে এবং নির্বাচনের ফলাফলকে সম্মান জানাতে মিয়ানমারের সেনাবাহিনীকে অনুরোধ করেছে।
যুক্তরাষ্ট্র মিয়ানমারে জরুরি অবস্থা ঘোষণা, অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের অন্যান্য প্রবীণ ব্যক্তিদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রপতি জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এ বিষয়ে বিফ্র করেছেন।
মিয়ানমারের সেনাবাহিনী দেশটির স্টেট কাউন্সেলর অং সান সুচি এবং অন্যান্য বেসামরিক কর্মকর্তাদের গ্রেফতারসহ দেশের গণতান্ত্রিক উত্তরণকে নষ্ট করার পদক্ষেপ নিয়েছে এমন খবরে আমেরিকা সন্ত্রস্ত হয়ে পড়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সোসাকি বলেছেন, রাষ্ট্রপতি বাইডেন এ সম্পর্কে বিফ্র করেছেন।
নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে বা মিয়ানমারের গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার যে কোনও প্রয়াসের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।
এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী ম্যারিসে পেইনও বলেছেন, তারা চান ভোটের ফলাফলকে মর্যাদা দেওয়া হোক ও সু চি কে মুক্ত করা হোক।
এর আগে সোমবার (০১ ফেব্রুয়ারি) ভোরে এক অভিযানে এনএলডি নেত্রী অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিনতকে গ্রেফতার করে মিয়ানমার সেনাবাহিনী।