পটুয়াখালীতে নারীর প্রতি সহিংসতা জেন্ডার সংবেদনশীল প্রতিরোধ কৌশল বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহষ্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পিটিআই রোডস্থ এসডিএ প্রশিক্ষন কেন্দ্রে ইউএন ওমেন সহযোগিতায় আভাস আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কর্মশালায় অংশগ্রহনকারী স্থানীয় জনপ্রতিনিধি কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তানভীর আহমেদ। এ সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএন ওমেন এর প্রোগ্রাম এনালিস্ট ইরফাত আরা ইভা, প্রশিক্ষক ছিলেন সৈয়দ ফয়সাল আহমেদ, পটুয়াখালী পৌরসভার প্যানেল মেয়র নাহিদা আক্তার পারুল, এনএসআই এর এডি রাশেদ আহমেদ, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, প্রভাষক শতাব্দি সুকুল, কাউন্সিলর দেলোয়ার আকন, কাউন্সিলল ঝর্না সিকদার, সহকারী শিক্ষক শওকত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন প্রমুখ।
প্রশিক্ষনে সরকারী স্কুল-কলেজের শিক্ষক, বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ ২৫ জন প্রতিনিধি অংশগ্রহন করেছেন।