পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে ২৭টি গাঁজা গাছসহ সমীর গাইন নামের একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের সামান্তগাতী গ্রাম থেকে পুলিশ গাঁজা গাছসহ সমীর গাইনকে আটক করে। সমীর গাইন (৪৮) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের সামন্তগাতী গ্রামের মৃত সুধীর গাইনের ছেলে।
নাজিরপুর থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে মালিখালী ইউনিয়নের সামন্তগাতী গ্রামের সমীরের বসত বাড়ির পেছন থেকে তার চাষ করা ২৭টি গাঁজার গাছ জব্দ করা হয়। এ সময় গাছগুলো জব্দ করাসহ সমীরকে আটক করা হয় করা হয়। গ্রেফতার সমীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে