পিরোজপুরের মঠবাড়িয়ার ফুলঝুড়ি গ্রামে মো. হাসিবুল ইসলাম (১০) নামে এক শিশুর আজ শুক্রবার জুমার নামাজের আগে পুকুরে গোসল করার সময় শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুর খবর পাওয়া গেছে। মো. হাসিবুল ইসলাম দক্ষিণ গোলবুনিয়া সিদ্দিকিয়া হাফিজি মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. জাহিদুল ইসলামের ছেলে।
জানাযায়, পুকুরে গোসল করার সময় হাসিবুলের শ্বাসকষ্ট দেখা দেয়। এসময় স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাফা কেজি স্কুলের ছাত্র হাসিবুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তার স্বজন, সহপাঠি ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত, হাসিবুল ইসলাম নাজিরপুর উপজেলার বিশিষ্ট ওয়ায়েজিন ও ইসলামী চিন্তাবীদ হাফেজ হাবিবুল্লাহ বেলালীর ভাতিজা এবং মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেলের চাচাতো বোনের ছেলে।