মুজিব বর্ষে পিরোজপুরের মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌর সভায় শহরের সদর রোডে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সহায়তায় ৯ কোটি টাকা ব্যায়ে বহুমূখী মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আধুনিক দৃষ্টি নন্দন এ ভবনটি।
পৌর সভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক জানান, মঠবাড়িয়া পৌরসভা ২০১৮-১৯ অর্থ বছরে তিন তলা বিশিষ্ট বহুমূখী মার্কেট নির্মানের কাজ বাস্তবায়নের কাজ শুরু করে। মার্কেটের নিচ তলায় থাকছে মাছ, মাংস, সবজি ও অন্যান্য উন্মুক্ত বাজার। দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকবে ২১ টি করে দোকান রয়েছে। ২০০০-২১ অর্থবছরে ৯ কোটি ২০ লাখ ৬৯ হাজার ৫৩২ টাকা ব্যয়ে বহুমূখী এ মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মের্সাস মাহফুজ খান, ঐশি কনস্ট্রকশন, তৌহিদুল বাশার এর ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ করেছেন। মার্কেটের চারিপাশের স্থানে গাড়ি পার্কিং সুবিধা থাকার কারনে সড়কের যান-জট নিরাসন হবে।
পৌর মেয়র ও উপজেলা আ‘লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস জানান, বহুমূখী এ মার্কেট নির্মাণের ফলে ভাসমান মাছ, মাংস, সবজি সহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘ দিনের কস্ট লাঘব দুর হবে। তিনি আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী শিঘ্রই আনুষ্ঠানিক ভাবে এ বহুমূখী মার্কেট ও পৌর শহরের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করবেন।