পিরোজপুরের কাউখালীতে শুক্রবার হাটের দিন উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা। তিনি বলেন, দেশে আবারও করোনার প্রকোপ বেড়েছে। এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী। তাই সরকারি নির্দেশনা না মানার দায়ে ২৬ জনকে মোট এক হাজার ৬৭০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যাহত থাকবে।