বরগুনার বেতাগীতে একই ইউনিয়নে স্বামীর বিদ্রোহী প্রার্থী হিসেবে স্ত্রী’র মনোনয়নপত্র দাখিল করেছে রিটানিং কর্মকর্তা মো. সহিদুল ইসলামের কাছে।
জানা গেছে, প্রথম ধাপের ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলার ৪ নম্বর মোকামিয়া ইউনিয়ন থেকে বর্তমান ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র মো. মাহবুব আলম সুজন মল্লিক মনোনয়নপত্র দাখিল করেছেন। একই সাথে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তঁর স্ত্রী জিনাত জাহান মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া এ ইউনিয়নের আওয়ামী লীগ থেকে জালাল গাজী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজী নফিজুর রহমান চুন্নু ও আমজাদ হোসেন খানসহ ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে ওই ইউনিয়নের একাধিক ভোটার জানান, যখন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রত্যাহার না করলে ধরে নিতে হবে একে অপরের বিদ্রোহী প্রার্থী।
এ বিষয় স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম সুজন মল্লিক বলেন, ‘ কোন কারণে আমার মনোনয়নপত্র বাতিল হলে স্ত্রী জিনাত জাহান নির্বাচন করবে। ‘
অপর স্বতন্ত্র প্রার্থী জিনাত জাহানের সাথে ফোনে পাওয়া যায়নি।