পিরোজপুরে এক কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে পিরোজপুরের পৌরসভার পারেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কাওছার ওই এলাকার মো. বারেক আকনের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জাসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পারেরহাট এলাকা থেকে কাওসারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।