বরগুনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস এবং বরগুনা হর্টিকালচার সেন্টার আজ পৃথক পৃথকভাবে বসতবাড়িতে ফল উৎপাদন ও ফলগাছ ব্যাবসাপনা কৌশল ও উৎপাদন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। স্বাস্হ্যবিধি মেনে প্রশিক্ষণ কর্মশালা দুটিতে ৬০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো. ওয়াদুদ খান।
প্রশিক্ষক হিসেবে উপস্হিত ছিলেন বরিশাল হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার অতিরিক্ত উপ-পরিচালক এসএম বদরুল আলম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহনকারী কৃষক-কৃষানীদের মধ্য বিভিন্ন জাতের ফলের চারা বিতরন করা হয়।