পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) দুপুরে ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে নির্মাণাধীন একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঠাবড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামে নির্মাণাধীন একটি ভবনে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সেখান থেকে পুরুষাঙ্গ কাটা ও পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে গত তিন-চারদিন আগে দুবৃর্ত্তরা তাকে হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে। মরদেহটির ময়নাতদন্তের প্রতিবেদনের পর হত্যার প্রকৃত উপায় উদঘাটন করা যাবে। এছাড়া যুবকের নাম-পরিচয় জানা চেষ্টা চলছে।