আমেরিকার কানেকট্রিকাটে যৌবনের শ্রেষ্ঠ বিশটি বছর কাটিয়ে দিয়ে ২১ বছর পার করছি দৈনিক শাহনামা ৩১ বছর আজ গরিব থেকে ধনী দেশে অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই আকাশ যাত্রা এতগুলো বছরেও দেশে যাওয়ার মত কাগজ হয়নি কষ্টার্জিত অর্থ কেবল এই দেশে যাওয়ার আসায় খরচ করে যাচ্ছি সবাই বলছেন বাইডেন সরকার এই মানবিক কাজটি করবেন আমরাও আশা করে আছি দীর্ঘ ব্যথিত চিত্ত নিয়ে। অতি মারিয়ার মহামারীর কারণে বিশ্বের ধনী দরিদ্র আজ এক কাতারে দাঁড়িয়ে আছে। গত মার্চ থেকে শুরু হওয়া মৃত্যুর মিছিল আরো কত বড় হবে জানিনা শাহনামার ৩১ বছর পদার্পণ উপলক্ষে গভীরে আক্রান্ত হয়ে চলে যাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের আত্মার মাগফেরাত কামনা করি সৃষ্টিকর্তার কাছে। প্রার্থনা করি এবার তুমি আমাদের ক্ষমা করো খোদা ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। শাহনামার সঙ্গে যারা ছিলেন শ্রদ্ধাভরে তাদের স্মরণ করি কৃতজ্ঞতা প্রকাশ করি সহযোগিতা কামনা করি করোনার কারণে দেশে বিদেশে আমাদের এই স্বপ্নহীন যাত্রা যাত্রা দ্রুত শেষ হোক আমাদের পথ হোক আলোকিত চলে যাক খোদা আমাদের ক্ষমা করুক। দেশে-বিদেশে ভালো নেই আমরা কেউ পৃথিবীর সব মানুষের সুস্থতা কামনা করি শাহনামার ৩১ বছরের পথচলায়। দেশ ভালো থাকুক বিদেশ ভালো থাকুক ভালো থাকুক সকল শ্রেণী-পেশার মানুষ দেশ-বিদেশে সবখানেই এখন মানুষের দুঃখ ভারাক্রান্ত রক্তাক্ত হৃদয় সামনে রমজান। পবিত্র রমজান উপলক্ষে আল্লাহ তুমি আমাদের পৃথিবীর সব মানুষকে ক্ষমা করে দাও। শাহনামার ৩১ বছর পদার্পণে আপনাদের সকলকে নিয়ে হাততুললাম সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে যে সুখের আশায় প্রবাসী হয়েছিলাম প্রথমেই বলেছি সেই দুঃখের সাথে এই নতুন দুঃখ কবে শেষ হবে জানি না তাও প্রত্যাশা করি নতুন দিনের।