বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পিরোজপুরে পৌঁছেছে করোনা চিকিৎসা সামগ্রী

পিরোজপুরে পৌঁছেছে করোনা চিকিৎসা সামগ্রী

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা প্রদানের জন্য নতুন করে বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে পিরোজপুরে। আজ বুধবার সিভিল সার্জনের কার্যালয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এ চিকিৎসা সামগ্রী সিভিল সার্জনের কাছে তুলে দেন।

এর মধ্যে রয়েছে ৪ হাজার পিস পিপিই, ৪ হাজার পিস এন৯৫ মাক্স, ২ হাজার পিস সার্জিক্যাল মাক্স, ৬০টি রেমডিসিভি, ২ হাজার পিস গ্লাভস, ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, ২০টি পালস অক্সিমিটার, ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটরসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম।

পিরোজপুরের সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, ‘প্রধানমন্ত্রী কার্যলয়ের সহযোগিতায় একদিনের মধ্যে করোনা চিকিৎসার অতি প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছেছে। এর ফলে পিরোজপুর জেলায় করোনা রোগীদের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে এবং করোনা প্রতিরোধে হাসপাতালগুলো আরও ভালো ভাবে কাজ করতে পারবে।’

উল্লেখ্য, গত বছরের ১০ মার্চ থেকে এ পর্যন্ত পিরোজপুরের ৭টি উপজেলায় ১ হাজার ৫০৪ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৬৬ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ২২৫ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech